October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 12:39 pm

প্রতিনিয়ত বৃষ্টিতে ভিজেও ঠাই হলোনা সরকারী ঘরে শাহনাজের

মোঃ নুরুল ইসলাম খোকন,শরীয়তপুর :

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনশ্বের ইউনিয়নের ধনই গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত নুরুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম পলিথিন সেলাই করে চলছে তার সংসার। ভাগ্যে জোটেনি সরকারী একখানা ঘর। স্থানীয় প্রতিনিধি বা প্রশাসনের নজর পড়েনা শাহনাজের পরিবারের প্রতি। একমাত্র উর্পাজনক্ষম ব্যক্তি অকালে সংসার নামক গাড়ীটি বিকল হয়ে পড়েছে। তাই অভাব অনটনের মধ্যে দিয়ে কোন রকমে জীবন যুদ্ধ করে ৭টি ছেলেমেয় নিয়ে জীবিকা চালাচ্ছেন শাহনাজ বেগম। মানুষের দাড়ে দাড়ে ঘুরে দুমুঠো ভাতের যোগাড় হলেও থাকার জন্য নাই তার কোন ঘর। মাথা গোজার ঠাইটুকু পলিথিন দিয়ে মুড়িয়ে চাল বানিয়ে থাকতে হচ্ছে তাকে। শাহনাজ বলেন মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে তারা বলে আজ দিবো না কাল দিবো। ৭ ভাই বোনের ছাদিয়া এবার এসএসসি পরীক্ষার্থী। বাড়ীতে সেলাই মেশিন দিয়ে পলিথিন ও ব্যাগ তৈরী করে পড়ালেখার পাশাপাশি সংসারে সহায়তা করে। ছোট ভাই শাহাদাৎ হাফেজিয়া মাদ্রাসায় নজরানা পড়ে। শাহানাজ আরো বলেন আমার সংসারে আমি খাবো নাকি ঘর উঠাবো। আমি বাজারে বিভিন্ন দোকানে গিয়ে পলিথিন ব্যাগ অর্ডার আনি, মেয়েরা সেলাই করে দেয়, আমি আবার তাদের দোকানে পৌছে দিই। শাহনাজ বেগম নিউ নেশন প্রতিনধিকে বলেন এবার বর্ষার সময় বৃষ্টিতে আমার ঘর ভিজে বসবাসের অনুপযুক্ত হয়ে পড়েছে। কি করবো তা নিয়ে অনেক দুঃচিন্তায় আছি। শাহনাজ বলেন টাকা হলেই মিলছে সরকারী ঘর, আমার টাকা নাই বলেই আমার কপালে ঘর জোটেনি। আমাকে একটি ঘর দিলে ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকতে ও বাঁচতে পারতাম।