October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 13th, 2021, 7:48 pm

প্রতিরক্ষা খাতে বড় চুক্তি স্বাক্ষর দ. কোরিয়া ও অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক :

প্রতিরক্ষা খাতে ৭০ কোটিরও বেশি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে। সোমবার (১৩ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও দ. কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ৭০ কোটি ১৭ লাখ মার্কিন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেন। প্রতিরক্ষা খাতে দুই দেশের সবচেয়ে বড় চুক্তি বলে ধারণা করা হচ্ছে। এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। চারদিনের সফরে অস্ট্রেলিয়ায় গেছেন প্রেসিডেন্ট মুন জায়ে ইন। সফরে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুই দেশের চুক্তি স্বাক্ষর হয়। করোনা মহামারীর মধ্যে এই প্রথম দেশটিতে সফর গেছেন প্রেসিডেন্ট মুন। সম্প্রতি অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে বেশি কিছু ইস্যুতে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা চলছে। এর মধ্যেই এশিয়ার দেশ দ. কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি হলো। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন বলেন, নতুন চুক্তির ফলে অস্ট্রেলিয়ার ৩০০ লোকের নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সফরের প্রসঙ্গে দ. কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেন, এই সফর কোরিয়ার জাতীয় স্বার্থ এবং অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছরের সেপটম্বরে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করে চীনকে মোকাবিলায় বিশেষ নিরাপত্তা (অকাস) চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। ওই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক ক্ষমতাসম্পন্ন সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বেইজিং।