September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 27th, 2024, 6:10 pm

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গজারিয়ায় বিএনপির প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ (গজারিয়া):

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৭ই আগস্ট) বিকালে আনারপুরা বাস ষ্টান্ড এলাকায় জেএমআই রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দলের প্রতিষ্ঠার ৪৬ বছর উদযাপনে পাঁচ দিনের কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।

গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সিনিয়র যুগ্ন আহবায়ক ইছহাক আলী, যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা বিএনপির ১নং সদস্য মোতাহের হোসেন জাহাঙ্গীর, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইঞ্জি. মকবুল আহমেদ রতন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ ফারুক প্রমূখ।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ ফারুক বলেন, গজারিয়া থানায় বেশ কয়েকটি বালু মহাল চলছে। মহাল থেকে বালু উত্তোলনের কারণে গজারিয়ার কয়েকটি গ্রাম ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র লুটপাটের কারণে এই বালু মহালগুলো ইজারা দেওয়া হয়েছিল। অনতিবিলম্বে এই সকল বালু মহাল বন্ধ করতে হবে। মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মীদের হয়রানি করার অপরাধে গজারিয়া থানার সাবেক অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদ মোহাম্মদ লিটনসহ জড়িত সবার নামে মামলা দায়ের করতে হবে।

উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন,’আপনারা দলীয় শৃঙ্খলা মেনে চলুন। উপজেলা বিএনপির কোন নেতাকর্মী দলীয় শৃঙ্খলার বাহিরে গিয়ে কোন কর্মকান্ডে লিপ্ত হলে তাকে বহিষ্কার করা হবে। আওয়ামী লীগ দুর্নীতিবাজ দল আপনারা সেই দলের নেতা কর্মীর সাথে সম্পর্ক ছিন্ন করুন। আওয়ামী লীগ নেতা কর্মীদের প্ররোচনায় পড়ে কোন বিএনপি নেতাকর্মী অনিয়ম দুর্নীতির সাথে জড়িত হলে তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে’।