December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 25th, 2022, 7:45 pm

প্রথমবারের মতো মা হচ্ছেন কেরবার

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন তিনবারের গ্ল্যান্ড স্ল্যাম জয়ী আঞ্জেলিক কেরবার। তাই আসছে ইউএস ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন জার্মানির এই তারকা। নিউ ইয়র্কে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম আসর শুরু হবে আগামী সোমবার। বুধবার টুইটারে মা হতে যাওয়ার খবর দেওয়ার পাশাপাশি প্রতিযোগিতাটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন কেরবার। ৩৪ বছর বয়সী কেরবার সবশেষ খেলেছেন গত উইম্বলডনে। সেখানে বেলজিয়ামের এলিস মের্টেন্সের কাছে হেরে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নেন তিনি। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পান কেরবার। একই বছর জেতেন ইউএস ওপেন। সঙ্গে ওঠেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। দুই বছর পর তিনি তৃতীয় মেজর জেতেন উইম্বলডনে। বললেন, খুব করে চেয়েছিলেন এবারের ইউএস ওপেনে খেলতে। “সত্যিই আমি ইউএস ওপেনে খেলতে চেয়েছিলাম। কিন্তু সিদ্ধান্ত নিলাম, একজনের বিরুদ্ধে দুজনের খেলা ঠিক হবে না। সামনের কয়েক মাস টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্ব ভ্রমণ থেকে বিরতি নেব, আমি বিশ্বাস করি এটিই যুক্তিসঙ্গত। সবাইকে মিস করব আমি।”