May 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 31st, 2022, 7:37 pm

প্রথমবারের মত জুটি বাঁধলেন ক্যাটরিনা ও ভিকি দম্পতি

অনলাইন ডেস্ক :

বলিউড দম্পতি ক্যাটরিনা ও ভিকি কৌশল। এ দম্পতিকে বিয়ের আগে একসঙ্গে পর্দায় দেখা যায়নি। এরইমধ্যে জানা গেলো প্রথমবারের মত পর্দায় হাজির হবেন এ দম্পতি। তবে কোনো সিনেমাতে নয় দেখা যাবে একটি বিজ্ঞাপনে। পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়া, সোমবার (২৯ আগস্ট) মুম্বাইতে গোপনে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন এ দম্পতি। বান্দ্রার মেহবুব স্টুডিওতে শুটিংটি হয়েছে। এ দম্পতি এর আগে একসঙ্গে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তারা তখন করেননি। এরইমধ্যে ভক্তরা তাদের একসঙ্গে দেখার জন্য অপেক্ষায়। গত বছর ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্স ফোর্টে গাঁটছড়া বাঁধেন ভিকি-কৌশল। বলিপাড়ায় সবচেয়ে আরাধ্য এবং আলোচিত দম্পতিদের মধ্যে রয়েছেন তারা। এদিকে কাজের ফ্রন্টে ক্যাটরিনার রয়েছে, ‘মেরি ক্রিসমাস’, সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’ এবং ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘ফোন ভূত’। তিনি প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের পাশাপাশি ফারহান আখতারের ‘জি লে জারা’ সিনেমাতেও থাকবেন। অন্যদিকে ভিকিকে দেখা যাবে ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমায়। ‘স্যাম বাহাদুর’ এবং আনন্দ তিওয়ারির শিরোনামহীন একটি সিনেমাতেও দেখা যাবে এ অভিনেতাকে।