ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) মামলার আসামি প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
কাশিমপুর কারাগার-১ এর সুপার শাহজাহান আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী একটি প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারে পৌঁছায়।
এর আগে, বৃহস্পতিবার সাংবাদিককে ঢাকার একটি আদালতে হাজির করা হলে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পরে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ২৯ মার্চ ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় শামসকে তার বাসা থেকে সাদা পোশাকের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ধরে নিয়ে যায়।
একই দিন প্রথম আলো ওয়েবসাইটে ‘মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন’ প্রকাশের অভিযোগে শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন এক যুবলীগ নেতা।
—-ইউএনবি
আরও পড়ুন
২০২৬ সালে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: দীপু মনি
মণিপুরে পুলিশের গুলিতে ‘৪০ বিদ্রোহী’ নিহত
গত বছরের চেয়ে এ বছর ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি: স্বাস্থ্যমন্ত্রী