October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 3rd, 2021, 7:45 pm

প্রথম ইনিংসে ‘ডাক’ মেরে আউট হয়েছেন কোহলি

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে বিশ্রামে ছিলেন ভারতের টেস্ট আর ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। খেলেননি টি-টোয়েন্টি সিরিজ আর প্রথম টেস্ট। শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে তিনি একাদশে ফিরেছেন। পেয়েছেন নেতৃত্বের ব্যাটন। কিন্তু যে জিনিসটার জন্য দীর্ঘদিনের হাহাকার আছে, সেই রানটাই পেলেন না! প্রথম ইনিংসে আউট হয়েছেন ‘ডাক’ মেরে। যদিও তার এলবিডাব্লিউটা সঠিক সিদ্ধান্ত ছিল না। বল প্যাডে লাগার আগে ব্যাটে লেগেছিল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। উইকেট যথারীতি ঘূর্ণি সহায়ক। তবে নিজেদের ফাঁদে নিজেরাই ধরা পড়েন কোহলিরা। বল হাতে ভয়ংকর হয়ে উঠেছেন ভারতীয় বংশোদ্ভুত নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের প্রথম চারটি উইকেটই গেছে তার ঝুলিতে। তবে ভারতের শুরুটা বেশ ভালো হয়েছিল। ৮০ রানের ওপেনিং জুটি উপহার দেন মায়াঙ্ক আগরওয়াল এবং শুভমান গিল। ৭১ বলে ৪৪ রান করা গিলকে ফিরিয়ে উইকেট শিকারের উৎসব শুরু করেন আজাজ। তিন নম্বরে নেমে ‘টেস্ট স্পেশালিস্ট’ খ্যাত চেতেশ্বর পূজারা ৫ বল খেলে ‘ডাক’ মেরে বোল্ড হয়ে যান। এরপর উইকেটে আসেন বিরাট কোহলি। ৪ বল খেলে এলবিডাব্লিউ হওয়া কোহলির নামের পাশে ০ রান! গত ম্যাচে অভিষেকে সেঞ্চুরি করা শ্রেয়স আয়ার আজ ১৮ রান করে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। পানি পানের বিরতির আগে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৬০ রান।