November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 31st, 2023, 7:56 pm

প্রথম দিনে অজয়ের চেয়ে এগিয়ে নানি

অনলাইন ডেস্ক :

বলিউডের একচেটিয়া রাজত্বে ভাঁটা পড়েছে বহু দিন। তবে মাঝে মাঝে কিছু ছবি মুম্বাই ইন্ডাস্ট্রির অস্তিত্বের জানান দেয়। যেমন গেলো জানুয়ারিতে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পাঠান’। বিশ্বব্যাপী হাজার কোটি রুপির বেশি আয় করে এটি ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে দিয়েছে। তবে ‘পাঠান’র সেই ঝড় ধরে রাখতে পারলো না নতুন সিনেমা ‘ভোলা’। যেখানে অভিনয় করেছেন অজয় দেবগন। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এটি। আর প্রথম দিনে ছবিটি আয় করেছে ১১ কোটি ২০ লাখ রুপি। অন্যদিকে ‘পাঠান’র প্রথম দিনের আয় (শুধু ভারতে) ছিলো ৫৭ কোটি রুপি! বিশ্বব্যাপী অংকটা ছিলো ১০৬ কোটি রুপি! ‘ভোলা’র সঙ্গে একই দিন মুক্তি পেয়েছে তেলুগু সিনেমা ‘দাসারা’। যেটার কেন্দ্রীয় চরিত্রে আছেন ন্যাচরাল স্টার খ্যাত নানি। প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে বাজিমাত করেছে। বিশ্বব্যাপী ৩৮ কোটি রুপি আয় করেছে এটি। গত বছর মুক্তি পাওয়া নানির ‘আনতে সুন্দারানিকি’ ছবিটি প্রথম দিন মাত্র ৭ কোটি ৩ লাখ রুপি আয় করেছিলো। সর্বসাকুল্যে এটি আয় করতে সক্ষম হয় মাত্র ১৯ কোটি ৯৭ লাখ রুপি। আরও চমকপ্রদ ব্যাপার হলো, নানির সবচেয়ে সফল সিনেমা বিবেচনা করা হয় ২০১৯ সালের ‘জার্সি’কে। সেই ছবির প্রথম দিন এবং লাইফটাইম আয় ছিলো যথাক্রমে ৬ কোটি ৯৫ লাখ ও ৩৩ কোটি ৬৫ লাখ রুপি। ‘দাসারা’ ছবিটি ভারতজুড়ে চারটি ভাষায় মুক্তি পেয়েছে। ফলে এর আয়ের অংকও মোটা। পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও আসছে প্রশংসা। এটা অব্যাহত থাকলে বাজেটের ৬৫ কোটি রুপি তুলে সুপারহিট হতে এক সপ্তাহই যথেষ্ঠ। উল্লেখ্য, ‘দাসারা’ নির্মাণ করেছেন শ্রীকান্ত ওড়েলা। এতে নানির বিপরীতে আছেন কীর্তি সুরেশ। অন্যদিকে ‘ভোলা’ নির্মিত হয়েছে ২০১৯ সালের তামিল সিনেমা ‘কাইথি’র রিমেক হিসেবে। তামিলের অন্যতম সেরা নির্মাতা লোকেশ নির্মিত ছবিটির হিন্দি সংস্ক্ররণে পরিচালনার ভার নিজের হাতেই রেখেছেন অভিনেতা অজয়। এতে তার সঙ্গে আরও আছেন টাবু, সঞ্জয় মিশ্র, দীপক দোব্রিয়াল, গজরাজ রাও প্রমুখ। ছবিটির বাজেট প্রায় দেড়শ কোটি রুপি। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস