November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 25th, 2021, 7:16 pm

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: ছাতকে যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত ও হাইকোর্ট নিয়ে অবমাননাকর বক্তব্য ফেসবুকে পোস্ট করার অভিযেগে সুনামগঞ্জের ছাতকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার লুৎফুর রহমান শাওন ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল শেখ শুক্রবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করেন।

মামলার এজাহার সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন শাওন। তিনি রাষ্ট্রবিরোধী কয়েকটি ফেসবুক গ্রুপ ও পেইজ পরিচালনা করে গুজব প্রচার করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন।

—ইউএনবি