October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 15th, 2021, 8:57 pm

প্রধানমন্ত্রীর ‘উইটসা অ্যাওয়ার্ড’ জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ছবি: মঈন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড’ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড’ জয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে কলাভবন, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

প্রসঙ্গত, ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে নেতৃত্বদান এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীকে গত শনিবার (১৩ নভেম্বর) এ পুরস্কার দেয় বিশ্বের ৮০টি দেশের সদস্যভুক্ত সংগঠন ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স’ তথ্যপ্রযুক্তির অলিম্পিকখ্যাত ‘উইটসা ২০২১’ ।

অন্যদিকে, দেশের তথ্যপ্রযুক্তি খাতে পরিবর্তন ও অবদানের জন্য গত শুক্রবার (১২ নভেম্বর) এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা ‘অ্যাসোসিও’ সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কারে ভূষিত করা হয়।