May 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 24th, 2023, 8:38 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

ভক্তদের কাছে দাদা নামে পরিচিত গাঙ্গুলী বেশ কয়েক বছর পর বৃহস্পতিবার একান্ত সফরে ঢাকায় এসেছেন।

ঢাকার গুলশানের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাঙ্গুলী বলেন, ‘যতবার এখানে আসি, ঢাকার মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। মাঝে মাঝে ভুলে যাই এটা ভারত না বাংলাদেশ।’

প্রাক্তন বাঁ-হাতি ব্যাটার ২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন। সাবেক ভারতীয় এই অধিনায়ক বলেছেন, ‘আমার জীবনের অনেক মূল্যবান মুহূর্ত বাংলাদেশে রয়েছে।’

গাঙ্গুলী একটি মাদকমুক্ত জাতি গঠনে প্রধানমন্ত্রী হাসিনার প্রচেষ্টার প্রশংসা করেন এবং বলেছেনন যে এই লক্ষ্য অর্জনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

—ইউএনবি