September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 22nd, 2024, 9:10 pm

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের

বাংলাদেশে ভারতীয় স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই উদ্বেগ প্রকাশ করেন হাইকমিশনার।

এসময় তিনি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।

হাইকমিশনার নিরাপত্তার বিষয় ছাড়াও দুই দেশের মধ্যে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্য নিয়ে আলোচনা করেন এবং সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশের প্রতি ভারতের দৃঢ় বিশ্বাসের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এসব উদ্বেগ নিরসনে ঢাকার কূটনৈতিক জোনে এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

——ইউএনবি