অনলাইন ডেস্ক :
ভারতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক চেতন শর্মার বিদায়ের পর নতুন কাউকে নিয়োগ দেয়নি বিসিসিআই। আগামী ৩০ জুন পর্যন্ত প্রধান নির্বাচক পদে আবেদন করা যাবে। এর মাঝেই ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগকে নাকি প্রধান নির্বাচক করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন স্বয়ং শেবাগ। স্থানীয় এক সংবাদমাধ্যমকে শেবাগ বলেছেন, তাকে কোনো প্রস্তাবই দেওয়া হয়নি। রাজি হওয়া- না হওয়া তো পরের বিষয়। গত ফেব্রুয়ারিতে একটি গণমাধ্যমের স্টিং অপারেশনের সামনে ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন মন্তব্য করে ফেঁসে গিয়েছিলেন চেতন শর্মা। এরপর তিনি পদত্যাগে বাধ্য হন।
এরপর থেকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাচ্ছেন শিবসুন্দর দাস। বিসিসিআই জানিয়েছে যে, ভারতের উত্তরাঞ্চল থেকে নির্বাচক নেওয়া হবে। ভারতের নির্বাচক হতে হলে অন্তত ৭টি টেস্ট বা ১০টি ওয়ানডে ম্যাচ বা অন্তত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। অবসর গ্রহণের অন্তত পাঁচ বছর পর ক্রিকেটাররা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সেই নিয়ম অনুযায়ী চেতনও আবার আবেদন করতে পারবেন। যদিও তিনি সেটা করবেন না বলেই মনে করছে বোর্ড। ভারতের উত্তরাঞ্চলে হরভজন সিংহ, যুবরাজ সিংহ, গৌতম গম্ভীরের মতো ক্রিকেটারেরা আছেন। কিন্তু তাদের অবসরের পর এখনও পাঁচ বছর পূর্ণ হয়নি।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’