কোভিড-১৯ মহামারির সময় কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদান এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েত বাংলাদেশ থেকে নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ আরও চিকিৎসা পেশাজীবী নিয়োগ করতে পারে বলে বৈঠকে মোমেন উল্লেখ করেছেন।
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ও কুয়েত জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে বলে তুলে ধরেন তিনি।
বাংলাদেশে থাকাকালীন যে সহযোগিতা ও সমর্থন পেয়েছেন তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
আগামী দিনে দু’দেশের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
সংসদ ভাঙচুরে ৯০ লাখ টাকার ক্ষতি: নিরাপত্তা জোরদার ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ইউনূস
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠানিক গঠনে সহযোগিতা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র