September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 14th, 2022, 9:01 pm

প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে টিকা দেয়ায় কুয়েতকে ধন্যবাদ বাংলাদেশের

কোভিড-১৯ মহামারির সময় কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিনামূল্যে টিকা ও চিকিৎসা প্রদান এবং রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদানের জন্য কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কুয়েত বাংলাদেশ থেকে নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ আরও চিকিৎসা পেশাজীবী নিয়োগ করতে পারে বলে বৈঠকে মোমেন উল্লেখ করেছেন।
বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ ও কুয়েত জনশক্তি, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে বলে তুলে ধরেন তিনি।
বাংলাদেশে থাকাকালীন যে সহযোগিতা ও সমর্থন পেয়েছেন তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
আগামী দিনে দু’দেশের পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

—ইউএনবি