October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 19th, 2023, 8:36 pm

প্রযোজক নিজেই ‘নীল দরিয়া’ থেকে সরে এসেছেন

অনলাইন ডেস্ক :

‘সুপারস্টার শাকিব খানকে শিল্পী সম্মানি যে টাকাটা দিয়েছিলাম সে পুরোটাই ফেরত দিয়েছেন বরং আমরা তার শিডিউল নষ্ট করেছিলাম। এত বড় সুপারস্টারের শিডিউল পাওয়া খুব মুশকিল, আমরা ব্যর্থ হয়েছি কাজটি করতে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছেন ‘নীল দরিয়া’ সিনেমার প্রযোজক নাসরিন হেলালী। কয়েকদিন আগেই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল এই সিনেমার জন্য ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েও কাজ করেননি শাকিব খান। কারণ হিসেবে জানানো হয়েছিল শাকিব তার পারিশ্রমিক বাড়িয়ে আরও ৬০ লাখ টাকা দাবি করেছেন। আর এই টাকা দিতে রাজি না হওয়ায় সিনেমা থেকে সরে এসেছেন শাকিব। ফেরত দিয়েছেন অগ্রিম নেওয়া টাকাও।

তবে সিনেমাটির পরিচালক বদিউল আলম খোকনের এই দাবিকে উড়িয়ে দিলেন প্রযোজক। প্রযোজক নিজেই সরে এসেছেন এই সিনেমা নির্মাণ থেকে। কারণ হিসেবে তিনি জানান, ‘নীল দরিয়া’ সিনেমার গল্প পুরোনো হওয়ায় তার পছন্দ হয়নি। টেকনোলজিও ছিল পুরনো। সবকিছু মিলিয়ে তার কাছে মনে হয়েছে ‘নীল দরিয়া’ সিনেমাটি না করাই ভালো। ‘নীল দরিয়া’ না বানালেও শাকিব খানকে নিয়ে সমসাময়িক গল্পের আধুনিক নির্মাণের সিনেমা বানাবেন বলে জানালেন প্রযোজক।

তিনি বলেন, ‘সুপারস্টার শাকিব খান আমাদের দেশের সন্তান, আমাদরে ইন্ডাস্ট্রির সম্পদ তাকে নিয়ে আমরা ব্যবসা সফল ছবি বানাবো। সে চেষ্টাই চলছে এখন। দর্শক যেরকম চায় ঠিক সেরকমই আধুনিকতার ছোঁয়া থাকবে পুরো চলচ্চিত্রটিতে।’ উল্লেখ্য, এই প্রযোজককে শাকিব খানও নাকি জানিয়েছেন যে, ক্রিয়েটিভ (সৃজনশীল) কোনো কাজ হলে তিনি করবেন এবং আবারও শিডিউল দেবেন।