October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 9th, 2021, 6:53 pm

প্রশংসার জোয়ারে ভাসছে ‘নো টাইম টু ডাই’

অনলাইন ডেস্ক :

২০২০ সালের এপ্রিলে মুক্তির কথা থাকলেও করোনার কারণে বারবার পিছিয়েছে সেই তারিখ। অবশেষে গত সপ্তাহে যুক্তরাজ্যসহ ৫৪টি দেশে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নো টাইম টু ডাই’। ড্যানিয়েল ক্রেগ, লিয়া সিডাউক্স, বেন হুইশ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেকের মতো তারকাবহুল এই সিনেমাটি ঢাকাই দর্শকদের দেখার সুযোগ করেছে দিয়েছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে সিনেমাটি। এ ছাড়া আগামী ২৯ অক্টোবর চীনে মুক্তি দেওয়া হবে এটি। চীন ছাড়াও চলতি মাসে ফ্রান্স, রাশিয়া ও উত্তর আমেরিকায় মুক্তি পাবে সিনেমাটি। তবে সিনেমার সবচেয়ে বড় বাজার চীনে মুক্তির আগেই আয়ের রেকর্ড গড়ার পাশাপাশি দর্শক-সমালোচকদের প্রশংসার জোয়ারে ভাসছে সিনেমাটি। মুক্তির প্রথমদিনেই সিনেমাটি ৫৪টি দেশ থেকে আয় করেছে ১১৯ মিলিয়ন ডলার। ইউনিভার্সাল পিকচার্সের পক্ষ থেকে একাধিক গণমাধ্যমে জানানো হয়, করোনা শুরুর পর ‘নো টাইম টু ডাই’-ই প্রথম সিনেমা, যেটি চীন ছাড়াই ১০০ মিলিয়ন ডলার আয় করেছে। এ ছাড়া যুক্তরাজ্যে মুক্তির প্রথম সপ্তাহে সর্বকালের রেকর্ড ভেঙেছে নো টাইম টু ডাই। শুক্রবার থেকে রোববার পর্যন্ত শুধু মাত্র যুক্তরাজ্যে সিনেমাটির আয় ২৫ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড! উল্লেখ্য, এর আগে ‘স্কাইফল’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছিল ২০ দশমিক ২ মিলিয়ন পাউন্ড এবং ‘স্পেক্টর’ আয় করেছিল ১৯ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড। তবে চীনে মুক্তির পর ২০০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি এই সিনেমাটির মূলধন উঠে আসার আশা করছেন নির্মাতারা। এদিকে সিনেমাটির এমন সাফল্যে পেছনে ড্যানিয়েল ক্রেগের বন্ড চরিত্রে অভিনীত শেষ সিনেমাকে কারণে হিসেবে সামনে আনছেন অনেকে। উল্লেখ্য, ২০১৫ সালে বন্ড সিরিজের ২৪তম সিনেমাটি ‘স্পেক্টর’ মুক্তির পর বক্স অফিস রেকর্ড গড়লেও গুঞ্জন শোনা যায় ড্যানিয়েলকে আর বন্ড চরিত্রে দেখা যাবে না। তবে এর কয়েক দিন পরেই ক্রেইগ ঘোষণা করেন, আরো একবার তিনি বন্ড হিসেবে পর্দায় ফিরছেন। এতে দারুণ খুশি হয় বন্ড ভক্তরা। আর সেই প্রভাব নতুন এই সিনেমাটিতে পড়বে এটা বলার অবকাশ রাখে না।