December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 28th, 2022, 7:37 pm

প্রশংসা কুড়াল ‘টনিক’

অনলাইন ডেস্ক :

ভারতের গোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ৫৩তম ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের (আইএফএফআই) আসর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে বাংলা চলচ্চিত্র ‘টনিক’। তাই গোয়ায় হাজির ছিলেন সিনেমাটির অভিনেতা ও প্রযোজক দেব। সিনেমাটির পরিচালক অভিজিৎ সেনও হাজির ছিলেন এদিন। গোয়ায় কালো পোশাকে বেশ গ্ল্যামার লুকে ধরা দিয়েছিলেন অভিনেতা-সংসদ সদস্য দেব। এই ঐতিহ্যশালী চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরমা বিভাগের সিনেমার তালিকা ঘোষণা হয়েছিল আগেই। ভারতের নানা প্রান্ত, নানা ভাষার ছবি জায়গা করে নেয় এই বিভাগে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং গোয়া সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই সিনেমা উৎসব গত ২০ নভেম্বরে শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।এই বছর ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে বাংলা সিনেমার বিভাগে জায়গা করেছে মাত্র দুটি সিনেমা। অরিন্দম শীলের ‘মহানন্দা’ ঠাঁই পেয়েছে ফিচার ফিল্মের তালিকায়। অন্যদিকে ‘মেইন স্ট্রিম’ বিভাগে জায়গা করে নিয়েছে অভিজিৎ সেন ও দেবের ‘টনিক’। শনিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে বারোটা নাগাদ গোয়ার পানাজি ওরফে পানজিমে মাল্টিপ্লেক্সে সিনেমার স্ক্রিনিং হয়। এ দিন সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে স্যুট-বুট পরে হাজির হন দেব। জিনস ও পাঞ্জাবি পরে এসেছিলেন পরিচালক অভিজিৎ সেন।২০২১ সালের ২৪ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘টনিক’। পরাণ বন্দ্যোপাধ্যায় ও দেবের যুগলবন্দি বেশ পছন্দ হয়েছে দর্শকের। সিনেমাটি প্রযোজনা করেছেন অতনু রায়চৌধুরী এবং প্রণব কুমার গুহ। সহযোগী প্রযোজক হিসেবে ছিলেন দেব। দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়া- তিনজনকে ঘিরেই এগিয়েছে সিনেমার গল্প। এ ছাড়া রয়েছেন সুজন মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু প্রমুখ। স্পেশাল স্ক্রিনিংয়ে ‘টনিক’ দেখে বেশ সাড়া পড়েছে দর্শকদের মাঝে। সবাই প্রশংসা করেছেন সিনেমাটির। সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা