অনলাইন ডেস্ক :
এবারের মেয়েদের বিশ্বকাপ ঘিরে উত্তেজনা, আগ্রহ আর কৌতূহল ছাড়িয়ে যাচ্ছে আগের সব আসরকে। বিশ্বকাপের এবার রেকর্ড সংখ্যক টিকেট বিক্রির কথা আগেই জানিয়েছিল ফিফা। এবার জানা গেল শুধু মূল আসরে নয়, গা গরমের ম্যাচেও হতে যাচ্ছে দর্শকের রেকর্ড। আগামী ১৪ জুলাই মেলবোর্নের ডকল্যান্ডসে ফ্রান্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ৪০ হাজারের বেশি টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা ফুটবল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে মেয়েদের ফুটবলে দর্শকের রেকর্ডটি হয়েছে ২০২১ সালের নভেম্বরে। সিডনির অলিম্পিক স্টেডিয়ামে সেদিন অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের লড়াই দেখেছিলেন ৩৬ হাজার ১০৯ জন দর্শক। মেয়েদের বিশ্বকাপের নবম আসরের মূল লড়াই শুরু হচ্ছে আগামী ২০ জুলাই।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কিছুদিন আগে জানান, এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের ১০ লাখের বেশি টিকেট বিক্রি হয়েছে, যা ইতিহাসের সর্বোচ্চ। ২০১৯ ফ্রান্স বিশ্বকাপকে ছাড়িয়ে গেছে তা বেশ আগেই। প্রবল দর্শক চাহিদার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি পূর্ব নির্ধারিত স্টেডিয়াম থেকে এর মধ্যেই বড় স্টেডিয়ামে সরিয়ে নিয়েছে ফিফা। ম্যাচটি এখন হবে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায়, যেখানে দর্শক ধারণক্ষমতা সাড়ে ৮৩ হাজার। এই ম্যাচের ঘণ্টা দুয়েক আগে অকল্যান্ডের ইডেন পার্কে নরওয়ের মুখোমুখি হবে আরেক স্বাগতিক দল নিউ জিল্যান্ড। সেখানেও ৪০ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম থাকবে টইটম্বুর। বিশ্বকাপে এবার প্রাইজমানিও থাকছে ইতিহাসের সর্বোচ্চ। চ্যাম্পিয়ন, রানার্স আপ দল সহ গ্রুপ পর্যায় পর্যন্ত প্রাইজমানি বাড়ানো তো হয়েছেই, প্রথমবারের মতো সব ফুটবলারকে সরাসরি পারিশ্রমিকও দেবে ফিফা।
আরও পড়ুন
ভারত বধ মিশন নিয়ে দেশ ছাড়লো টাইগাররা
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
‘ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে’