November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 13th, 2022, 7:39 pm

প্রাক্তন স্বামীকে নিয়ে মুখ খুললেন জেনিফার

অনলাইন ডেস্ক :

২০১৪ সালে বিচ্ছেদ ঘটে জেনিফার উইঙ্গেট এবং করণ সিং গ্রোভারের। দুই বছর টিকেছিল, এরপরই বিচ্ছেদ দুজনার। করণের সঙ্গে বিচ্ছেদের পর স্বাভাবিক জীবনের ফিরে আসতে বেশ খানিকটা সময় লেগেছিল জেনিফারের। এরপরই অভিনেত্রীর সঙ্গে নাম যুক্ত হয় জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সেহবান আজিমের। বলিউডে কান পাতলে সম্প্রতি ‘কোড এম’-এর সহ অভিনেতা তনুজ বিরওয়ানির সঙ্গে জেনিফারের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। পেশাদার ফ্রন্টে, জেনিফার উইঙ্গেটকে শেষবার জনপ্রিয় ওয়েব সিরিজ কোড এম-এ দেখা গিয়েছিল। এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী করণ সিং গ্রোভারকে নিয়ে মুখ খুলেছেন জেনিফার। অভিনেত্রী শুধু তাদের বিয়ের কথাই বলেননি, সেই সময়ের কথাও বলেছেন, যখন তিনি কয়েক বছর করণকে ডেট করার পরে তাঁকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জেনিফার বলেন, ‘সবাই আমাকে সেই সময় প্রশ্ন করেছিল, আমি কি পাগল? এসব কী করছি? আসলে, সেই সময় হয়তো ঈশ্বর আমাকে বললেও আমি শুনতাম না। আমি ওকে বিয়ে করতামই। আমার সব সময় যেটা মনে হয়েছে সেটাই করে এসেছি। আর তখন যেটা সঠিক মনে হয়েছিল সেটাই করেছি। ’বিচ্ছেদের পর নিজের কাছের মানুষ এবং শুভাকাক্সক্ষীরা সেই সময় পাশে ছিলেন অভিনেত্রীর। জেনিফার বলেন, ‘বুঝতে পারছিলাম, সবার আমার জন্য খারাপ লাগছিল। কিন্তু আমার সহানুভূতির প্রয়োজন ছিল না। সেই মুহূর্তে আমি নিজের সঙ্গে লড়াই করছিলাম। তাই বেশিরভাগ সময় একা থাকতাম। যখন মনে হয়েছে, শেষ, এরপর সেখানেই শেষ করে বেরিয়ে এসেছি। ’তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা দু’জনেই এই পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলাম না। ও (করণ সিং গ্রোভার) বা আমি বলে না, আসলে দুজনেই সেই পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলাম না। আমাদের অনেক দিনের বন্ধুত্ব ছিল। আমরা এক ছিলাম। কিন্তু যতবারই দেখা হয়েছে, কোনও অশান্তির সৃষ্টি হয়েছে। হয়তো সময়টা ঠিক ছিল না। ’ (বলিউড বাবল)