October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 22nd, 2022, 7:30 pm

প্রাচ্যনাটের ২৫ বছর বাংলাদেশের জন্য একটি বড় দৃষ্টান্ত : জাহিদ হাসান

অনলাইন ডেস্ক :

২৫ বছরে পা দিল নাটকের দল প্রাচ্যনাট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজেদের ২৫ বছর পূর্তিতে একটি ওয়েবসাইট চালু করেছে দলটি। এদিন প্রাচ্যনাটের মহড়া কক্ষে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অভিনেতা জাহিদ হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম, তৌফিকুল ইসলাম ইমন, রাহুল আনন্দ, শতাব্দী ওয়াদুদসহ দলের বাকি সদস্যরা। প্রাচ্যনাটের সাইটের ঠিকানা www.prachyanat.com। সাইটটিতে দলের বিভিন্ন কার্যক্রম ও নতুন-পুরনো নাটকের ছবি ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। উদ্বোধন শেষে জাহিদ হাসান বলেন, ‘প্রাচনাটের ২৫ বছর বাংলাদেশের জন্য একটি বড় দৃষ্টান্ত। দলের দ্বায়িত্ব আরো বেড়ে গেলো। একটি দলের ২৫ বছর পর মানুষ ভুলগুলো আর ক্ষমা করে না, ভুলগুলো ধরে। সেভাবেই দলকে এগিয়ে যেতে হবে। ’ প্রাচ্যনাটের নেতৃত্বে আছেন অভিনেতা-নির্দেশক আজাদ আবুল কালাম। তিনি বলেন, ‘এখন নতুনদের জায়গা দিতে হবে, তারা যেন আরো ভালো করে সেভাবে তাদের বুঝিয়ে দিতে হবে। প্রাচ্যনাটের ভবিষ্যত পরিকল্পনা হলো একটি সম্পূর্ণ সজ্জিত থিয়েটার সেন্টার প্রতিষ্ঠা করা, যা সমস্ত থিয়েটার কার্যক্রমের কেন্দ্র হয়ে উঠবে।’ ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারিতে প্রাচ্যনাট-এর যাত্রা শুরু হয়। দীর্ঘ ২৫ বছরে নাট্য দলটি ৩৬টি বড় ও ছোট প্রযোজনা উপহার দিয়েছে, যা দর্শক ও সুধী মহলে বেশ প্রশংসিত হয়েছে। উল্লেখযোগ্য প্রযোজনার মধ্যে রয়েছে সার্কাস সার্কাস, আ ম্যান ফর অল সিজনস্, কইন্যা, রাজা এবং অন্যান্য, কিনু কাহারের থেটার, পুলসিরাত ও খোয়াবনামা। ২০০১ সালে দলটি প্রতিষ্ঠা করে ‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। ’ ২০ বছর ধরে সফলতার সাথে স্কুলের কার্যক্রম অব্যাহত আছে। শিশুদের জন্য প্রাচ্যনাট, মিউজিক্যাল অনসাম্বল, থিয়েটার ল্যাবসহ বিভিন্ন সৃজনশীল কর্মকা-ও করছে দলটি।