October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 6th, 2021, 7:05 pm

প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

প্রাথমিক সমাপনী পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেছেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে বা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেব। কাস্টমাইজ (সংক্ষিপ্ত) সিলেবাসে হবে পরীক্ষা। আমরা সিলেবাস দিয়ে দিয়েছি।

সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যাবে, তাহলে কি প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই। পরিস্থিতি বিশ্লেষণ করে যদি ছয়টি বিষয়ে নিতে পারি তাহলে নেব। আমাদের রিকভারি পরিকল্পনা করা আছে। আমরা আগে স্কুলগুলো খুলে দেই। দেখি কি হয় না হয়।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্কুলে বার্ষিক পরীক্ষাগুলোও হবে। সশরীরে ক্লাস হলেও ওয়ার্কশিট চলবে।