September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 8:32 pm

প্রায় দেড় বছর ধরে করোনা পজিটিভ মোজাফফরের!

অনলাইন ডেস্ক :

একজন করোনা রোগীর শরীরে সাধারণত ৭-১৪ দিন পর্যন্ত করোনা থাকতে পারে। তবে কিছুকিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। অনেকেরই এক মাস কিংবা এর থেকেও কয়েক দিন বেশি সময় শরীরে করোনা থাকতে পারে। তবে মোজাফফর করোনার সঙ্গে বাস করছেন ১৪ মাস অর্থাৎ এক বছরেরও বেশি সময় ধরে। তুরস্কের অধিবাসী মোজাফফর। ২০২০ সালের নভেম্বরে করোনা পজিটিভ হন তিনি। সেই থেকে যতবারই টেস্ট করেছেন, ফল পজিটিভ এসেছে মোজাফফরের। ১৪ মাস ধরে আইসোলেশনে আছেন মোজাফফর। ৫৬ বছর বয়সী মোজাফফর এ নিয়ে মোট ৭৮ বার করোনা টেস্ট করিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রতিবারই ফল পজিটিভ এসেছে তার। চিকিৎসকদের পর্যবেক্ষণমতে, মোজাফফর একজন লিউকোমিয়ার রোগী এবং ইমিউনোকম্প্রোমাইজড। তার শরীরে রোগ প্রতিরোধক্ষমতা অনেক কম। তার রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেই দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছে। যদিও এ প্রক্রিয়াটি বেশ কঠিন ও দীর্ঘমেয়াদি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। অন্যদিকে ১৪ মাস একা থাকার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন মোজাফফর। সামাজিকভাবে একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তিনি। জানালা দিয়ে নাতি-নাতনিদের সঙ্গে দেখা করেন তিনি। যদিও দেখভালের জন্য তার স্ত্রী ও ছোট ছেলে তার সঙ্গে থাকেন। তবে এত সময় ধরে মোজাফফরের সেবা যতœ করে এলেও তারা করোনা নেগেটিভ রয়েছেন বলে নিশ্চিত করেন মোজাফফরের স্ত্রী। একাকিত্বের বর্ণনা দিতে গিয়ে মোজাফফর বলেন, ‘প্রিয়জনকে স্পর্শ করতে না পারার কষ্ট আমাকে ভোগাচ্ছে। একা থাকা খুব কষ্টের, বিশেষ করে বৃদ্ধ বয়সে। এমনকি আমার অবস্থার কারণে আমি টিকাও নিতে পারছি না।’