October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 22nd, 2022, 3:40 pm

প্রায় ১০দিন অফিস তালা দিয়ে কর্মবিরতিতে ডামুড্যা দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীরা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

শরীয়তপুর জেলা ডামুড্যা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনায় কর্মকর্তা কর্মচারীদের পাঁচ দফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) দশম দিনের মত অফিস তালা দিয়ে কর্মবিরতি দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা কর্মচারীরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেন। সকাল ৮ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। দাবীগুলো হলো ১. দুযোর্গ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। ২. জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। ৩. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। ৪. সচিবালয়ের ন্যায় দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মচারীদের পদনাম পরিবর্তন। ৫. দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্য পদে পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধমে পূরণ। গুরুত্বপূর্ণ এই অফিসে কর্মবিরতি ফলে সরকারের উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকান্ড চরমভাবে ব্যাহত হচ্ছে। ফিরে যাচ্ছে আগত সেবা প্রার্থীরা। ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রেজাউল করিম বলেন, ২০১২ সালে দুযোর্গ ব্যবস্থাপনা আইন পাস হয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা চাচ্ছি, এ বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি পালন করে আসছি। আমরা জানি কিছু লোকদের ভোগান্তি হচ্ছে, তা আমাদের অনেক খারাপ লাগে আমাদের দাবী বাস্তবায়ন হলে আগের মত কাজের অগ্রগতি হবে।