November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 19th, 2022, 7:47 pm

প্রিমিয়ার লিগ: ইউনাইটেডের বিপক্ষে এফএ’র অভিযোগ

অনলাইন ডেস্ক :

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে খেলোয়াড়দের নিয়ন্ত্রন করতে না পারার অভিযোগ এনেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। রোববার নিউক্যাসলের বিপক্ষে গোলশুন্য ড্র হওয়া লিগ ম্যাচটিতে রেফারি ক্রেইগ পওসনের একটি সিদ্ধান্তের বিরোধীতা করেছিল ইউনাইটেডের খেলোয়াড়রা। বিরতির ঠিক আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল বাতিল করা পর পওসনের উপরে ক্ষুব্ধ হয়ে ওঠে ইউনাইটেডের বেশ কয়েকজন খেলোয়াড়। ম্যাচ রিপোর্টেও উল্লেখ করা হয়েছে এই ঘটনায় ক্লাবের অফিসিয়ালরাও জড়িয়ে পড়েছিল। পরবর্তীতে এই ঘটনায় এফএ ইউনাইটেডের বিপক্ষে অভিযোগ আনে। অভিযোগে বলা হয়েছে, ‘পুরো বিষয়টিতে দেখাতে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের ৪৯ মিনিটে একটি গোল বাতিলকে কেন্দ্র করে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের খেলোয়াড়াদরে নিয়ন্ত্রন নিশ্চিত করতে পারেনি।’ পওসনের পারফরমেন্সের অবশ্য প্রকাশ্যে কোন সমালোচনা করেননি ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ। ম্যাচে রোনাল্ডোর আরো একটি গোল বাতিল হয়ে যায়। এরপর জেডন সানচোর পেনাল্টির একটি জোড়ালো আবেদনেও সাড়া দেননি পওসন। ম্যাচ শেষে টেন হাগ বলেছিলেন, ‘আজ ম্যাচে কি হয়েছে সবাই দেখেছে। পারফরমেন্সের ভিত্তিতে মাঠে সবকিছু বিচার করার দায়িত্ব রেফারির, আমার নয়।’ আজ বৃহস্পতিবার পর্যন্ত এই অভিযোগের বিপক্ষে প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে ইউনাইটেডের।