October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 14th, 2022, 7:42 pm

প্রিমিয়ার লিগ : কঠিন পরিস্থিতিটা সহজ করে দিচ্ছে চেলসি

অনলাইন ডেস্ক :

কেই হাভার্টজের একমাত্র গোলে রোববার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে পরাজিত করেছে চেলসি। রুশ মালিক রোমান আব্রামোভিচের শাস্তির কারণে স্ট্যামফোর্ড ব্রীজের ক্লাবটিও রয়েছে বিভিন্ন ধরনের হুমকির মুখে। কিন্তু মাঠের বাইরের কঠিন এই পরিস্থিতিটা পারফরমেন্সের মাধ্যমে অনেকটাই সহজ করে দিচ্ছে থমাস টাচেলের শিষ্যরা। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর আগ্রাসনের কারণে ইতোমধ্যেই রাশিয়ান প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে প্রমানিত আব্রামোভিচের সম্পত্তি জব্দ করেছে ব্রিটিশ সরকার। একইসাথে চেলসির বোর্ড পরিচালকের পদটিও তাকে হারাতে হয়েছে। মালিকানা ছেড়ে দেয়াটা এখন সময়ের ব্যপার মাত্র। ইতোমধ্যেই আব্রমোভিচ ১৯ বছরের রাজত্ব শেষে চেলসি বিক্রির ঘোষনা দিয়েছেন। আব্রামোভিচের এই শাস্তির সাথে সাথে ক্লাবের রাজস্ব আয়ও নাটকীয় ভাবে কমে এসেছে। নতুন মালিক দ্রুত না আসলে ক্লাবের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে বলেও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। নতুন খেলোয়াড় চুক্তি, নবায়ন বা ম্যাচ টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। এই পরিস্থিতিতে জার্সি পৃষ্ঠপোষকতাকারী মোবাইল প্রতিষ্ঠান থ্রি তাদের চুক্তি বাতিল করেছে। একইসাথে লন্ডনের জায়ান্ট ক্লাবটি হুন্দাাইয়ের চুক্তিও হারিয়েছে। কিন্তু থমাস টাচেলের দল মাঠের পারফরমেন্সে এর প্রভাব কোনভাবেই পড়তে দেয়নি। কাল স্টামফোর্ড ব্রীজের ম্যাচ শেষের মিনিটখানেক আগে হাভার্টজের গোলে লিগে টানা চতুর্থ জয় নিশ্চিত হয়ে ব্লুজদের। প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত তৃতীয় স্থানটি ধরে রেখেছে চেলসি। বুধবার লিলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে জয়ের মাধ্যমে শেষ আটে পৌঁছানোই এখন বর্তমান চ্যাম্পিয়নদের মূল লক্ষ্য। এর আগে প্রথম লেগের ম্যাচে ২-০ গোলে জয়ী হয়েছিল টাচেল বাহিনী। মাত্র এক সপ্তাহ আগেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখাই চেলসির একমাত্র লক্ষ্য ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এখন মাঠ ও মাঠের বাইরে অনেক কিছু নিয়েই ক্লাবটিকে চিন্তা করতে হচ্ছে। কাল ম্যাচের শুরুতে টাচেল স্বীকার করেছেন ক্লাবের ভবিষ্যত সম্পর্কে তিনি কোন গ্যারান্টি দিতে পারছেন না। এ সম্পর্কে টাচেল বলেন, ‘এখানে কোনই নিশ্চয়তা নেই। আমি মনে করি, এই মুহূর্তে কোন ধরনের নিশ্চয়তা বিশ্বাস করা ঠিক হবে না। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত।’ ভবিষ্যতে নতুন করে ম্যাচ টিকিট বিক্রির হয়ত আর সুযোগ পাচ্ছেনা চেলসি। সে কারনেই সম্ভবত কালই ছিল সর্বশেষ ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে ব্লুজদের মাঠে নামার শেষ ম্যাচ। যে কারণে স্টামফোর্ড ব্রীজও ছিল কানায় কানায় পূর্ণ। বৃহস্পতিবার নরউইচের বিপক্ষে জয়ের ম্যাচটিতে চেলসি সমর্থকরা আব্রামোভিচকে নিয়ে যথেষ্ঠ আলোড়ন তুলেছিলেন। কালও রুশ এই মালিকের জন্য সমর্থকদের সমর্থনের অভাব ছিলনা। সমর্থকদের ভবিষ্যতের শঙ্কা থেকেই হয়তবা কাল স্ট্যান্ডে বসে ম্যাচটি উপভোগ করেছেন সাবেক অধিনায়ক জন টেরি। আব্রামোভিচের মেয়াদের শুরুর দিকে টেরির নেতৃত্বে ৫০ বছরের মধ্যে প্রথমবার চেলসি প্রিমিয়ার লিগের শিরোপা জয় করেছিল। আব্রামোভিচ ক্লাবে আসার পর ২০০৩ সাল থেকে চেলসি ১৯ বছরে ১৯টি শিরোপা জয় করেছে। এদিকে দিনের আরেক ম্যাচে লিস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করে শীর্ষ চারে উঠে এসেছে আর্সেনাল। লিগে টানা পঞ্চম জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলেছে গানার্সরা। একইসাথে ষষ্ঠ মৌসুম পর প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে ফেরার স্বপ্ন টিকিয়ে রেখেছে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে আর্সেনাল। ১১ মিনিটে লিস্টারের দূর্বলতাকে কাজে লাগিয়ে থমাস পার্টে সেট পিস থেকে স্বাগতিকদের এগিয়ে দেন। দ্বিতীয় গোলেও অবদান ছিল পার্টের। তার হেড কাগলার সুইউনকুর হাতে লাগলে পেনাল্টি উপহার পায় গানার্সরা। ৫৯ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন আলেক্সান্দার লাকাজেত্তে। এ্যাস্টন ভিলাকে ২-১ গোলে পরাজিত করে শীর্ষ চারের লড়াইয়ে টিকে থাকার দায়িত্বটা ধরে রেখেছে ওয়েস্ট হ্যাম। ৭০ মিনিটে ইউক্রেনিয়ান বদলী খেলোয়াড় আন্দ্রি ইয়ারমোলেনকোর গোলে এগিয়ে যায় হ্যামার্সরা। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন পাবলো ফোরনালস। ভিলার হয়ে ম্যাচের শেষভাগে সান্তনা এক গোল দিয়েছেন জ্যাকব রামসে। নতুন ম্যানেজার জেসি মার্শের অধীনে প্রথম জয় তুলে নিয়ে রেলিগেশন জোন থেকে তিন পয়েন্ট দুরে নিজেদের নিয়ে গেছে লিডস। রোববার এলান রোডে তারা তলানির দল নরউইচ সিটিকে ২-১ গোলে পরাজিত করে স্বস্তির জয় তুলে নিয়েছে। সেন্ট মেরিসে কুচো হার্নান্দেজের জোড়া গোলে সাউদাম্পটনকে ২-১ গোলে পরাজিত করেছে ওয়াটফোর্ড। প্রিমিয়ার লিগে নিজেদের টিকিয়ে রাখার জন্য ১৮তম স্থানে থাকা ওয়াটফোর্ডের এই জয়টা জরুরী ছিল।