June 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 21st, 2022, 8:33 pm

প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন এবাদত

অনলাইন ডেস্ক :

ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেছেন শেখ জামালের পেসার এবাদত হোসেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করতে গিয়ে দুই আঙুলের মাঝে আঘাত পান। এই চোটে প্রিমিয়ার লিগের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘এবাদতের ডান হাতের দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ারে পাঠানো হয়েছে। ডাক্তার দেখার পর কয়টা সেলাই লাগবে, সেটা জানাবে। তার ওপর নির্ভর করবে কবে মাঠে ফিরতে পারবে।’ শ্রীলঙ্কা সিরিজের আগে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। নতুন করে এবাদতের ইনজুরি জাতীয় দলের পেস আক্রমণকে দুর্বল করে ফেলেছে। যদিও বিসিবির এই চিকিৎসক জানালেন, শ্রীলঙ্কা সিরিজ নিয়ে দুশ্চিন্তা নেই, ‘আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে সমস্যা হওয়ার কথা না।’ আগামী (৮ মে) বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে অনুষ্ঠিত হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।