October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 17th, 2023, 8:10 pm

প্রিয়তমা স্ত্রী থেকে বিচ্ছিন্ন হ্যারি কেন

অনলাইন ডেস্ক :

প্রিয়তমা স্ত্রী কেটের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ইংলিশ ফুটবল তারকা হ্যারি কেন। ইংলিশ জাতীয় দলের অধিনায়কের এমন বিচ্ছিন্ন হবার প্রধান কারণ তার জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান। টটেনহ্যাম হটস্পার্স ছেড়ে যাওয়া কেন দারুন সময় পার করছেন জার্মানি চ্যাম্পিয়নদের শিবিরে। স্থানীয় দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়, তবে কেনের সঙ্গে জার্মানিতে পাড়ি দিতে নারাজ তার স্ত্রী কেট। ফলে বর্তমানে জার্মানিতে একা হয়ে পড়েছেন ইংলিশ স্ট্রাইকার। এখন পরস্পর থেকে অন্তত ৭০০ মাইল দূরে অবস্থান করছে এই জুটি।

অথচ শৈশব থেকে একত্রে বসবাস করে আসছেন তারা। স্ত্রী কেটের জার্মানি যেতে অনীহা দেখানের প্রধান কারণ হচ্ছে তার চতুর্থ সন্তান। গত মাসে চতুর্থ সন্তানের জন্ম দিয়েছেন কেট। যে কারণে তিনি চিরচেনা পরিবেশ ছেড়ে যেতে রাজি হননি। এদিকে বেভারিয়ানদের হয়ে দারুন সময় কাটাচ্ছেন কেন। বুন্দেসলিগায় এ পর্যন্ত চার ম্যাচে অংশ নিয়ে সমান সংখ্যক গোল করেছেন ইংলিশ অধিনায়ক। এখন জার্মান ভাষা শেখারও চেস্টা করছেন এই স্ট্রাইকার। কারণ জার্মানিতেই নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে চান তিনি।