September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 3rd, 2023, 8:35 pm

প্রেক্ষাগৃহে আসছে মিথিলার চ্যালেঞ্জিং চলচ্চিত্র

অনলাইন ডেস্ক :

গুণী নির্মাতা রাজর্ষি দের হাত ধরেই টালিউডে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি মূলত নারীকেন্দ্রিক একটি সিনেমা। সিনেমার কাহিনি এগোবে লোভ, উচ্চাকাক্সক্ষা,পাপ এবং দুর্নীতির নানা ঘটনাকে কেন্দ্র করে। চ্যালেঞ্জিং চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে, নারীবাদ নারীকে শক্তিশালী করা নয়; বরং নারীর অধিকারগুলো বিকশিত করা। উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি।

কাঞ্চনজঙ্ঘার বিশাল সাফল্যের পর রাজর্ষি দের এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে। সিনেমাটি পরিচালনা করার পাশাপাশি স্ক্রিপও লিখেছেন পরিচালক। তবে এ কাজে যৌভভাবে তার সঙ্গে ছিলেন ঈপ্সিতা। ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউসের উপস্থাপনায় সিনেমাটি প্রযোজনা করেছেন দেবদাস ব্যানার্জী ও রোহিত ব্যানার্জি। ছবিটির বিভিন্ন গান সুর করেছেন রণজয় ভট্টাচার্য এবং কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর, সোমলতা এবং উজান। মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা। পশ্চিম বাংলার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ জুলাই।