March 26, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 4th, 2022, 7:27 pm

প্রেমিককে নিজ বাসায় আমন্ত্রণ জানালেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। রোশান সিংয়ের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও ২০২০ সালের অক্টোবর থেকে আলাদা থাকছেন তারা। গত বছর জানা যায়, প্রতিবেশী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার পূজায় নিজ বাসায় অভিরূপকে আমন্ত্রণ জানালেন শ্রাবন্তী। শুধু তাই নয়, প্রথমবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন তারা। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার বাড়িতে বেশ বড় পরিসরে কালী পূজার আয়োজন করেছিলেন শ্রাবন্তী। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন অভিরূপ। সেখানেই ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন তারা। অভিরূপ-শ্রাবন্তীর যুগল ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, সাদা রঙের নেটের শাড়ি ও হালকা মেকআপে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। গালে ও ঠোঁটে ন্যুড ব্লাশার ও লিপস্টিক। অন্যদিকে, পাঞ্জাবি পরে ছিলেন অভিরূপ।

এ ছবি নিয়ে জোর জল্পনা চলছে নেটিজেনদের মাঝে। নেটপাড়ায় গুঞ্জন, তবে কি ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই টলিউড সুন্দরী? পূজা অনুষ্ঠানে আরো হাজির ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। শোনা যাচ্ছে, প্রেমিক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি আংটি বদলও হয়ে গিয়েছে তার। টলিপাড়ার খবর, সম্প্রতি প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন এই অভিনেত্রী। দুবাই ভ্রমণের ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী। তবে সেখানে শ্রাবন্তী- অভিরূপকে একসঙ্গে দেখা যায়নি। অভিনেত্রী আর ব্যবসায়ীর প্রেমের রসায়ন টলিপাড়ায় খুব পরিচিত বিষয়। তবে ব্যবসায়ী অভিরূপ শ্রাবন্তীর পড়শি। বাইপাসের ধারে যে বাড়িতে থাকেন শ্রাবন্তী, একই বাড়িতে বসবাস করেন তার প্রেমিকও। ফলে প্রেম জমতে খুব বেশি সময় লাগেনি।