প্রেমিককে বিয়ে করতে সাঁতরে সীমান্ত পার হওয়া বাংলাদেশি তরুণী কৃষ্ণা মন্ডলকে জেলে পাঠিয়েছে কলকাতা পুলিশ।
সম্প্রতি ফেসবুকে কৃষ্ণা মন্ডল ও ভারতীয় যুবক অভীকের পরিচয়। পরে প্রেম থেকে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন দুজন।
তবে অভীকের পাসপোর্ট না থাকায় কৃষ্ণা এক ঘণ্টারও বেশি সময় ধরে মাল্টা নদী সাঁতরে সুন্দরবনের পথে ভারতে পৌঁছান।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাইখালি গ্রামে তার জন্য অপেক্ষা করা অভিক তাকে নিয়ে কলকাতায় যায় এবং সেখানের একটি মন্দিরে বিয়ে করেন।
খবরটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কৃষ্ণাকে হেফাজতে নেয়।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেছেন, আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠিয়েছে এবং আমরা শিগগিরই বাংলাদেশ হাইকমিশনকে আটকের বিষয়ে অবহিত করব।
—ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের