September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 2nd, 2022, 9:15 pm

প্রেমিককে বিয়ে করতে সাঁতরে ভারত যাওয়া তরুণী কলকাতায় আটক

প্রেমিককে বিয়ে করতে সাঁতরে সীমান্ত পার হওয়া বাংলাদেশি তরুণী কৃষ্ণা মন্ডলকে জেলে পাঠিয়েছে কলকাতা পুলিশ।

সম্প্রতি ফেসবুকে কৃষ্ণা মন্ডল ও ভারতীয় যুবক অভীকের পরিচয়। পরে প্রেম থেকে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন দুজন।

তবে অভীকের পাসপোর্ট না থাকায় কৃষ্ণা এক ঘণ্টারও বেশি সময় ধরে মাল্টা নদী সাঁতরে সুন্দরবনের পথে ভারতে পৌঁছান।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাইখালি গ্রামে তার জন্য অপেক্ষা করা অভিক তাকে নিয়ে কলকাতায় যায় এবং সেখানের একটি মন্দিরে বিয়ে করেন।

খবরটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য কৃষ্ণাকে হেফাজতে নেয়।

একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় মিডিয়াকে বলেছেন, আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে রিমান্ডে পাঠিয়েছে এবং আমরা শিগগিরই বাংলাদেশ হাইকমিশনকে আটকের বিষয়ে অবহিত করব।

—ইউএনবি