অনলাইন ডেস্ক :
ভারতীয় সিনেমার অভিনতো হর্ষবর্ধন রানে। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, হিন্দি টিভি সিরিয়ালের অভিনেত্রী সানজিদা শেখের সঙ্গে প্রেম করছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিকে কেন্দ্র করে এ জুটির প্রেমর গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হর্ষবর্ধন। নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্কের বিষয়ে পরিষ্কার কিছু বলেননি। তবে হর্ষবর্ধন বলেন- ‘এসব বিষয় আমাকে বিরক্ত করে না। কারণ লেখালেখি করাটাই সাংবাদিকদের কাজ। প্রতিদিন কিংবা সাপ্তাহে কিছু লেখা জমা দেওয়া তাদের টার্গেট থাকে।
মানুষ হিসেবে দেখি তারা একটি কাজ করছেন, যেমন ফিল্ম করা আমার কাজ।’ সংবাদমাধ্যমের কাজের প্রতি তার সম্মান প্রদর্শন করে, ৩৯ বছর বয়সী এ অভিনেতা বলেন- ‘মিডিয়ার লোকেরা আমার সম্পর্কে যেকোনো কিছু লিখতে পারেন এবং আমি এখনো তাদের প্রশংসা করি। কারণ প্রত্যেক পেশাকে আমি সম্মান করি।’ এর আগে অভিনেত্রী কিম শর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০১৯ সালে এ সম্পর্ক ভেঙে যায়। ৩৮ বছর বয়সী অভিনেত্রী সানজিদা ভালোবাসে বিয়ে করেছিলেন অভিনেতা আমির আলীকে। ২০২২ সালে বিয়েবিচ্ছেদ ঘটে তাদের। এ সংসারে তাদের একটি সন্তান রয়েছে।
আরও পড়ুন
ভিসা সমস্যায় ভারতের সিনেমা থেকে সরে গেলেন ফারিণ
একইসঙ্গে দুই ওটিটিতে আসছে তুফান
এবার সরকারি বিজ্ঞাপনে সরব হলেন নিরব