October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 16th, 2021, 7:19 pm

‘প্রেমের নেশা’ শিরোনামের গানে সুমাইয়া বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খানের ফিচারিংয়ে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন সুমাইয়া বৃষ্টি। ‘প্রেমের নেশা’ শিরোনামের গানটির কথা লিখেছেন এ মিজান। বেলাল খানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন শোভন রায়। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। রাজ বিশ্বাস শংকর পরিচালিত এ গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমাইয়া বৃষ্টি ও সাগর আহমেদ। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান-বেলাল। জর্জ মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত গানটি নিয়ে দারুণ আশাবাদী সুমাইয়া বৃষ্টি। তিনি বলেন, ‘বেলাল ভাইয়ের সুরে অন্যরকম একটা মায়া আছে। গানটি মূলত এখনকার ট্রেন্ডকে মাথায় রেখে তৈরি করা। আশা করছি, শ্রোতারা নিরাশ হবেন না।’ মঞ্চ ও ইউটিউবে ফোক ঘরানার গানে সুমাইয়া বৃষ্টির আলাদা জনপ্রিয়তা রয়েছে। বেলাল খান বলেন, ‘এখন থেকে নিয়মিত এ ধরনের মেধাবীদের প্রমোট করতে চাই। বৃষ্টির গায়কি শ্রোতাদের মুগ্ধ করবে।’ আগামী ২০ নভেম্বর সংগীতশিল্পী বেলাল খানের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।