September 27, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 19th, 2022, 7:48 pm

প্রেম নিয়ে মুখ খুললেন নায়িকা ববি

অনলাইন ডেস্ক :

‘নোলক’ সিনেমার প্রযোজক সাকিব সনেটের সঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। অবশেষে এই গুঞ্জনের কথা স্বীকার করেছেন নায়িকা। সংবাদমাধ্যমের সঙ্গে এক আলাপে ইয়ামিন হক ববি বলেছেন, ‘হ্যাঁ, আমরা দীর্ঘদিন প্রেমের সম্পর্কে আছি। তবে এখনও বিয়ের ব্যাপার সিদ্ধান্ত নেয়নি।’ জানা গেছে, ববি-সনেটের প্রেম হয় ২০১৭ সালের শেষ দিকে। শুধু প্রেম নয়, এই প্রযোজকের সঙ্গে পোপনে বিয়ে সেরেছেন ববি, এমন গুঞ্জনও আছে মিডিয়া পাড়ায়। এ প্রসঙ্গে সাকিব সনেটের ভাষ্য, ‘ববি আমার ব্যবসায়িক পার্টনার হওয়ায় দৈনিক তার সঙ্গে আমার দেখা করতে হয়। এ কারণে সবাই ভাবে আমরা বিয়ে করেছি।’ গত বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। এ দিনে এই নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন উস্কে দেয় সনেটের ফেসবুক পোস্ট।