October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 3rd, 2021, 7:18 pm

প্রেসিডেন্টকে অপসারণের দাবিতে ব্রাজিলে ফের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার ব্রাজিলের ১৬০টির বেশি শহরে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। খবর বিবিসির। সাধারণ নির্বাচনের আর মাত্র একবছর। এর আগেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের নেতারা। সম্প্রতি মতামত জরিপেও হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো। আটলাস ইনস্টিটিউটের এক জরিপ বলছে, দেশটির ৬১ শতাংশ মানুষের অভিযোগ, বর্তমান সরকারের কাজের ফল খারাপ অথবা খুব খারাপ। অথচ ক্ষমতাগ্রহণের সময় এটি ছিল ২৩ শতাংশ। প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ হচ্ছে করোনা মহামারি। দেশটিতে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ছয় লাখের বেশি মানুষ। বিক্ষোভকারীরা বলছেন, করোনা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। প্রেসিডেন্টের কারণে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতির মতো পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা গণতন্ত্র রক্ষার জন্য মাঠে নেমেছি। ২০১৯ সালের জানুয়ারিতে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট বলসোনারো। সম্প্রতি দেশটির উচ্চ আদালত প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশনাও দিয়েছেন।