October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 8:04 pm

ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় ২ স্কুলছাত্রী নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির (মালবাহি জীপ) চাপায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিক্ষার্থী।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের পেলাগাজি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিশু আক্তার (১৫) ও নিশুা মনি (১৭)। মিশু আক্তারের বাড়ি দক্ষিণ পাইন্দং এলাকায়। তারা দু‘জন ফটিকছড়ির পাইন্দ হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় চাঁদের গাড়িটি ওই দুই স্কুল ছাত্রীকে চাপা দেয়।

পুলিশ জানান, অবৈধভাবে সড়কে চলাচলরত চাঁদের গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক গাড়িটিকে না দাঁড় করিয়ে পালানোর চেষ্টা করে। সেসময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। পেলাগাজির মোড় এলাকায় গিয়ে চাঁদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন স্কুল ছাত্রীকে চাপা দেয়।এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয় লোকজন পেলাগাজির মোড় এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় ঘাতক চাঁদের গাড়িটি।

ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, একটি দ্রুতগামীর চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন স্কুল ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহত অপর ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদের গাড়িটি আটক করেছে।

—ইউএনবি