October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 7th, 2022, 7:39 pm

ফরিদপুরে পাসপোর্ট কার্যালয় থেকে ৫ দালাল গ্রেপ্তার

ফরিদপুরে পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে পাঁচ দালালকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে পাসপোর্টের অবৈধ লেনদেনর পাঁচটি খাতা, টাকা জমা দেয়ার চালান, দুটি মনিটর, নগদ আড়াই লাখ টাকা জব্দের দাবি করে ডিবি।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নাদিম হাসান, তারিকুর রহমান, রাব্বি মোল্লা, আল আমিন শেখ ও মোজাম্মেল হোসেন শিমুল।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে মানুষের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ নিয়ে পাসপোর্ট অফিসের দালালি করতো। এমনকি কোনো ব্যক্তি তাদের চাহিদা অনুযায়ী অর্থ না দিলে তাকে আটকে রেখে নির্যাতন করতো।’

তিনি বলেন, ‘এমন একটি অভিযোগ নগরকান্দার থানার জুলহাস সিকদার আমাদের কাছে অভিযোগ করলে বিষয়টি প্রাথমিক তদন্তে সত্যতা মিললে আমরা অভিযান পরিচালনা করি। পরে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

তিনি বলেন,‘এই ঘটনায় জুলহাস সিকদার বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’

—ইউএনবি