ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (৫ জুলাই) বেলা আড়াইটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়ায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন। আহত হন আরও ১০ জন।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতেদের পরিচয় পাওয়া যায়নি।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের