ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য ও আন্দোলনকারী আহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) বেলা বেলা ১১টার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় ক্যাম্পাসে। এসময় সেখানে আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে সমবেত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিলসহ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে যাওয়া চেষ্টা করে।
এসময় গোয়ালচামট মডেল মসজিদের সামনে (পুরাতন বাসস্ট্যান্ড এলাকা) পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া।
এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করলে পুলিশও পাল্টা টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদরাসার সামনে সড়কে অবস্থান নিয়েছে।
পুলিশ বিক্ষোভকারীদের থেকে কিছুটা দূরে অবস্থান করে আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অনুরোধ জানিয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের