ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।শনিবার উপজেলার মালিগ্রাম এলাকায় ঢাকা-মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইমুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তে আগুন ধরে যায় মাইক্রোবাসটিতে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা পাঁচজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছি।
তিনি আরও জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
নতুন এমডি নিয়োগের প্রতিবাদে পেট্রোবাংলার কার্যালয়ে ভাঙচুর
২১ দিন ধরে বন্ধ ফেনী জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস সেবা
আবু সাঈদ হত্যা: অভিযুক্ত ২ পুলিশ সদস্যের ৪ দিনের রিমান্ড মঞ্জুর