অনলাইন ডেস্ক :
খারাপ সময় কাটিয়ে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ব্যাটিং ভরসা হয়ে উঠেছেন লিটন কুমার দাস। তাকে নিয়ে অনেক পরিকল্পনা বিসিবির। গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন। আগামী মাসেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে তার অভিষেক হবে। তবে গত বছরের ফর্মের তুলনায় চলতি বছর নিজেকে একটু হলেও হারিয়ে ফেলেছেন লিটন। ধারাবাহিকতা আগের মতো নেই। তবে এসব নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়া চলতি বছর এখনও টেস্ট বা ওয়ানডেতে হাফ সেঞ্চুরি পাননি লিটন। নিজের পারফরমেন্সকে আরও উঁচুতে নিয়ে যাবার প্রত্যাশা ছিল তার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অভিষেক আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলে নিজেকে প্রমাণ করতে পারেনি। ব্যাট হাতে ৪ রান করার পর উইকেটের পেছনে ক্যাচ এবং স্টাম্পিং মিস করেন।
২০২২ সালের কুল-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়া লিটন বলেন, ‘আপনি প্রতিদিন আপনার খেলার সেরা ফর্মে থাকতে পারবেন না। এটি অসম্ভব।’ রোববার পুরস্কার নিতে এসে লিটন সাংবাদিকদের আরও বলেন, ‘একদিন আপনি ভালো খেলবেন, অন্যদিন আপনার খারাপ দিন যেতে পারে। তাই আমি চিন্তিত নই। ভালো খেলার জন্য অনুশীলন চালিয়ে যাব।’ আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে। সেই টেস্ট জেতাই লিটনের বর্তমান লক্ষ্য, ‘টেস্টের জন্য আগামীকাল থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। শেষবার আমরা যখন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছি, তখন হেরেছিলাম। এখন একটাই লক্ষ্য হলো জয়। আমরা সবসময় জয়ের জন্যই খেলি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা