October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 7:39 pm

ফাইনালে দিয়া-নাসরিন

অনলাইন ডেস্ক :

থাইল্যান্ডের ফুকেটে এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-১) মেয়েদের রিকার্ভ এককে ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই তীরন্দাজ দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। আর এতেই এই ইভেন্টে সোনা ও রুপা দুটোই নিশ্চিত হয়েছে বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে ভারতের হেমব্রম লক্ষ্মীর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৫ সেট পয়েন্টে জয় নিশ্চিত হয় নাসরিন আক্তারের। সেমিফাইনালে মালয়েশিয়ার ফোজি নুরের বিপক্ষে ৬-৫ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেন তিনি। এদিকে শেষ ষোলোয় আরেক বাংলাদেশি সুলতানা ফাহমিদা নিশাকে ৬-২ সেট পয়েন্টে হারানোর পর কোয়ার্টার ফাইনালে ভারতের ঋধিকে ৬-৪ ব্যবধানে হারান দিয়া। সেমিফাইনালে ভারতের আরেক প্রতিযোগী পুনিয়া তিশাকে ৭-৩ সেট পয়েন্ট হারিয়ে ফাইনালে ওঠেন তিনি। পুরুষ রিকার্ভ ইভেন্টে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছেন রোমান সানা। ইরানি প্রতিপক্ষ রেজা শাবানির কাছে ৭-৩ সেট পয়েন্টে হেরেছেন তিনি। সেমিফাইনাল থেকে বাদ পড়েছেন আরেক বাংলাদেশি আর্চার হাকিম আহমেদ রুবেল। কাজাখস্তানের দৌলেতকেলদি ঝাংবিরবের কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যান তিনি।