November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 13th, 2021, 12:09 pm

ফাইনালে পেনাল্টি মিস করায় বর্ণবাদের শিকার ৩ ইংলিশ ফুটবলার

অনলাইন ডেস্ক :

বর্ণবাদের শিকার হয়েছেন ইউরোর ফাইনালে পেনাল্টি মিস করা তিন ইংলিশ ফুটবলার। বর্ণবাদের শিকার হওয়া তিন ইংলিশ ফুটবলার হলেন-মার্কাস রাশফোর্ড, জ্যাডন স্যানচো ও বুকায়ো সাকা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের তীব্র রোষানলে পড়েছেন তিন জনই।

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই নিয়মিতভাবে ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইংলিশ খেলোয়াড়রা। অথচ ফাইনালে হারের পর সেই দলের খেলোয়াড়দেরই শিকার হতে হলো বর্ণবাদের। বিষয়টি কোনোভাবে মেনে নেয়া হবে না জানিয়ে ঘোষণা দিয়েছে দেশটির পুলিশ। তদন্তেও নেমেছে তারা।

এদিকে, এই ঘটনার সমালোচনা করেছেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসনও।