অনলাইন ডেস্ক :
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো। সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের মিয়া ভাইয়ের শারীরিক অবস্থা এখন আল্লাহর রহমতে ভালো আছে। উন্নতি হয়েছে তার অবস্থার। তার চিকিৎসা কার্যক্রম দীর্ঘমেয়াদি। গত ১০ মাস থেকে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে। তিনি একটু একটু করে সুস্থ হচ্ছেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। ২০২১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফারুক। গত ২১শে মার্চ থেকে আইসিইউতে আছেন ঢাকাই চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতা। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’ ইত্যাদি। এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ