October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 28th, 2021, 12:45 pm

ফার্মগেটে বাসের চাকায় পিষ্ট উদীয়মান ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন উদীয়মান এক ক্রিকেটার। তার নাম – শহীদুল ইসলাম (নীরব)। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। এ ঘটনায় তার বন্ধু  নবীন আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া গণমাধ্যমকে জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কাওরান বাজার থেকে ফার্মগেটের দিতে যাচ্ছিলেন নীরব। মোটর সাইকেলটি ডেইলি স্টার ভবনের সামনে আসলে পাশ থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে নীরব ও তার বন্ধু নবীন পড়ে যান। বাসের একটি চাকা নীরবের উপর দিয়ে যায়। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নীরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহণ লিমিটেডের বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। রাতেই তেজগাঁও থানায় মামলা হয়েছে। দুর্ঘটনায় শহীদুলের মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

কলাবাগান ক্রীড়াচক্রের মাঠে অনুশীলন শেষে শহীদুল মোটরসাইকেলে কেরানীগঞ্জের আটিবাজারে বাড়িতে ফিরছিলেন বলে জানিয়েছেন তার ছোট ভাই সাগর।