November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 28th, 2021, 7:49 pm

ফিটনেস নিয়ে আলোচনায় মিম

অনলাইন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম সবসময়ই স্বাস্থ্য সচেতন। নিজেকে ফিট এবং আকর্ষণীয় করে তুলতে গত কয়েক বছর ধরে নিয়মিত জিম করছেন এই অভিনেত্রী। গত মার্চ থেকে মিম জিম করেছেন ধানমন্ডির ‘ব্লেড ৬% ফিটনেস স্টুডিও’তে। এই সময়টায় ফিটনেসের ক্ষেত্রে আরও বেশি উপকৃত হয়েছেন এই অভিনেত্রী। প্রতিষ্ঠানটির কর্ণধার ও ট্রেইনার আশরাফুজ্জামানের ট্রেনিং তার শারীরিক গড়নকে নতুন মাত্রা দিয়েছে বলে অভিমত মিমের। আর সেই ভালোলাগা থেকে ফটোশুটের মাধ্যমে প্রতিষ্ঠানটির মডেলও হয়ে গেলেন এই নায়িকা!মিম বলেন, ‘ব্লেডের গত কয়েক মাসের জিম আমাকে অনেক বদলে দিয়েছে। যাদের সঙ্গে দেখা হচ্ছে তারাই আমার ফিটনেসের প্রশংসা করছেন। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যারা আমাকে পছন্দ করেন তারাও যেন এই জিমে গিয়ে ফিটনেস ট্রেনিং করতে পারেন। সে জন্যই তাদের ফটোশুটে মডেল হয়েছি। মূলত নিজের ভালোলাগা থেকেই কাজটি করা।’মিম আরও জানান, সপ্তাহে ৫দিন ভোরে ঘুম থেকে উঠেই ব্লেডের উদ্দেশ্যে বসুন্ধরা থেকে ছুটে যাচ্ছেন ধানমন্ডিতে। সেখানে ৭টা থেকে ৯টা পর্যন্ত টানা ঘাম ঝরাচ্ছেন। জিমের ট্রেনিং সেশনটা বেশ উপভোগ করছেন বলেও জানালেন তিনি।গত ২০ জুন দীপংকর দীপনের পরিচালনায় দেশের প্রথম সাইবার থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’-এ চুক্তিবদ্ধ হয়েছেন মিম। যেখানে সাবেক এই লাক্স তারকা অভিনয় করবেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে। এ সিনেমায় আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে মিমকে। মঙ্গলবার থেকেই সিনেমায় তার শুটিং শুরু হওয়ার কথা বলে জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।