অনলাইন ডেস্ক :
চলতি এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু হওয়ার আগে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮তম। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে ২-০ গোলের হারের পর রেটিং পয়েন্ট ৫.০১ কমে যায়। র্যাংকিংয়েও এক ধাপ পেছাতে হয়েছে। গত শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩৫তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়াই করে হেরেছে লাল-সবুজ বাহিনীরা। জয়েরও সুযোগ ছিল। কিন্তু সেগুলো কাজে না লাগাতে পারার ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতে হয়েছে। এতে আরও ৭.৯ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের। সেই সঙ্গে র্যাংকিংয়েও আরও তিন ধাপ পেছাতে হলো। এই মুহূর্তে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। এর মধ্য দিয়ে ৪০ মাস পর আবারও ১৯০-এর পেছনে চলে গেল জামাল ভূঁইয়ারা।
আরও পড়ুন
আফগানিস্তান সিরিজের বিবেচনায় নেই মাহমুদউল্লাহ
পদত্যাগপত্র পাঠালেন ছোটন
ছোটনের পদত্যাগ নিয়ে মুখ খুললেন সালাউদ্দিন