September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 21st, 2021, 8:14 pm

ফিলিপাইনে টাইফুনে নিহত বেড়ে ৩৭৫

অনলাইন ডেস্ক :

ফিলিপাইনে টাইফুন রাইয়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৭৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৬ জন। ঝড়ের কারণে আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ফিলিপাইনের পুলিশ জানায়, টাইফুন রাইয়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় এলাকার বাড়িঘর, হাসপাতাল ও স্কুলগুলো। পর্যটকদের কাছে জনপ্রিয় হিসেবে পরিচিত বোহোল প্রদেশের কেন্দ্রীয় ভিসাইয়াস অঞ্চলেই রাইয়ের আঘাতে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এদিকে, ঝড়ের আঘাতে দুর্গত এলাকা বিছিন্ন হয়ে পড়েছে। ফলে উদ্ধারকাজ ও ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও পানীয় জলের তীব্র সংকট। এ ছাড়া দক্ষিণ চীন সাগর থেকে আঘাত হানা এই ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের প্রায় ছয় লাখ মানুষকে গৃহহীন করেছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে টাইফুন-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোতে প্রায় দুই বিলিয়ন পেসো (৪০ মিলিয়ন মার্কিন ডলার) তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন।