October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 30th, 2024, 7:24 pm

ফিলিপাইনে বাস-এসইউভি সংঘর্ষে নিহত ৬, আহত ৫৫

অনলাইন ডেস্ক :

ম্যানিলার দক্ষিণে লাগুনা প্রদেশে একটি যাত্রী বাসের সঙ্গে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় ৫৫ জন আহত হয়েছেন।

সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মাজাইজ পৌরসভার দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনা অফিসের রেজন জন লিবাতো বলেছেন, রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার পর শহরের জাতীয় মহাসড়কের একটি বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হয়েছেন বাসের টিকিট সংগ্রাহক এবং তিনজন যাত্রী এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যাত্রী মারা যান।

তদন্তের পর জানা গেছে, বাসটি উত্তরে যাচ্ছিল।এসইউভির সঙ্গে সংঘর্ষের পর সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে বাসটির।