September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 18th, 2024, 8:55 pm

ফিলিপাইনে যাত্রীবাহী ভ্যান-ট্রাক সংঘর্ষে নিহত ৭

সিনহুয়া, ম্যানিলা :

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ভ্যান ও একটি ডেলিভারি ট্রাকের সংঘর্ষে দুই বছর বয়সী একটি মেয়েসহ অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত আটজন।

রবিবার (১৮ আগস্ট) সকালে ম্যানিলার দক্ষিণে কুইজন প্রদেশের সারিয়া শহরের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশের ধারণা, ভ্যানচালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি অন্য লেনে চলে যায় এবং পরে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।

নিহতদের মধ্যে ভ্যানটির চালকও রয়েছেন। তবে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।