সিনহুয়া, ম্যানিলা :
ফিলিপাইনে একটি যাত্রীবাহী ভ্যান ও একটি ডেলিভারি ট্রাকের সংঘর্ষে দুই বছর বয়সী একটি মেয়েসহ অন্তত সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত আটজন।
রবিবার (১৮ আগস্ট) সকালে ম্যানিলার দক্ষিণে কুইজন প্রদেশের সারিয়া শহরের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে স্থানীয় পুলিশের ধারণা, ভ্যানচালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি অন্য লেনে চলে যায় এবং পরে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়।
নিহতদের মধ্যে ভ্যানটির চালকও রয়েছেন। তবে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের
সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার