October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 15th, 2023, 8:43 pm

ফিলিপাইনে ৬.২ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক :

ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এদিকে, ভূমিকম্প পরবর্তী আফটারশক ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির। বার্তা সংস্থাটি জানায়, ভূমিকম্পটি রাজধানী ম্যানিলা থেকে প্রায় তিন ঘণ্টার পথ দূরে সমুদ্র তলদেশের ১২৪ কিলোমিটার গভীরে সকাল ১০টার দিকে আঘাত হানে। ক্যালাতাগান পৌরসভা পুলিশ প্রধান এমিল মেন্ডোজা বলেন, ভূমিকম্পের ঘটনায় তিনি এবং তার কর্মীরা ঘরের বাইরে ছুটে আসেন। ম্যানিলাসহ দেশটির জনবহুল কেন্দ্রেও এ ভূমিকম্প অনুভূত হয়। মেন্ডোজা এএফপিকে বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী ছিল। এতে আমরা ভয়ে দ্রুত বাইরে চলে আসি।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এর প্রভাব খতিয়ে দেখার জন্য দুর্যোগ কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যালাতাগানের দুর্যোগ কর্মকর্তা রোনাল্ড টরেস জানান, ভূমিকম্পটি ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ এক মিনিট পর্যন্ত স্থায়ী হয়েছিল। ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন ভবন থেকে লোকজন বাইরে বেরিয়ে আসে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য কর্মকর্তা দিয়েগো মারিয়ানো বলেন, ‘কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।’